রোববার অধিবেশনে যোগ দিচ্ছেন এরশাদ

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 05:18:39

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিচ্ছেন বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। নতুন সংসদ গঠনের পর রোববার (১০ জানুয়ারি) প্রথম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি।

হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মঞ্জুরুল ইসলাম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্যার (এরশাদ) বিকেলে অধিবেশনে যোগ দেওয়ার মনস্থির করেছেন। স্যারের শরীরিক অবস্থা এখন অনেক ভালো।

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। দশম সংসদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে জাপা সদস্য থাকায় বিরোধী দলের ভূমিকা নিয়ে নানা মহল থেকে সমালোচনা সইতে হয়েছে এরশাদকে। তাই এবার সরকার গঠনের আগেই জানিয়ে দেন সরকারে নয় শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে জাপা।

তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর সংসদে বিরোধী দলীয় নেতার আসনে কোনো পুরুষ সদস্যকে দেখা যাচ্ছে।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরুষ্কুশ সংগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করে। আর দ্বিতীয় সর্বোচ্চ আসনে বিজয়ী জাতীয় পার্টি থাকছে বিরোধী দলে ।

৩ জানুয়ারি আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্য দলের নির্বাচিত সদস্যরা শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি এরশাদ। পরে ৬ জানুয়ারি স্পিকারের অফিসে শপথ নেন এরশাদ। সেদিন বিরোধী দলীয় নেতাকে হুইল চেয়ারে বসে বের হতে দেখা যায়। এরপর ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, আবারও অসুস্থ হয়ে পড়েন এরশাদ। পরে চিকিৎসা নিতে যান সিঙ্গাপুর। সেখান থেকে চিকিৎসা শেষে ৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন এরশাদ। এতোদিন বিরোধী দলের চেয়ারটি ফাঁকাই ছিল। এরশাদের সংসদে যোগদানের মাধ্যমে সেটি পূরণ হবে।

এ সম্পর্কিত আরও খবর