নকলনবীশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 04:28:57

দেশের সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবীশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনার কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, হ্যাঁ নকলনবীশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা আছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র তারকা চিহ্নত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রার ও জেলা ও রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত প্রায় ১৫ হাজার নকল নবীশদের চাকরি স্কেলভুক্ত/স্থায়ীকরণ বিষয়ে আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব এর সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সুপারিশ করা হয়েছিল। পরবর্তীতে উক্ত সভার সুপারিশসমূহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এ সম্পর্কিত আরও খবর