প্লট প্রকল্পে আবেদনকারী পাওয়া যাচ্ছে না

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-25 11:02:29

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসন প্রকল্পে আবেদনকারী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন 'আমাদের আবাসন প্রকল্পে অন্তত ১০ টি প্রকল্প আছে সেখানে প্লটের আবেদনকারী পাওয়া যাচ্ছে না।'

রোববার (১৭ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

গৃহায়ণ মন্ত্রী বলেন, ;সকল উপজেলায় আবাসনের পরিকল্পনা এক সঙ্গে নেয়ার সুযোগ নাই। একটা আবাসনের প্রকল্প গ্রহণের পর চিন্তায় রাখতে সেখানকার প্লটগুলো আগ্রহীরা নেবেন কি না? আমাদের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অন্তত ১০টি আবাসন প্রকল্প আছে, সেখানে প্লট নেওয়ার জন্য আবেদনকারীকে পাওয়া যাচ্ছে না। অর্ধেকেরও কম আবেদনকারী আছে।'

তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য আছে সকল জেলা উপজেলায় পরিকল্পিত আবাসন। কিন্তু সেটি হতে হবে অবশ্যই ঝামেলাহীন জমিতে। শুধু তাই নয় সেখানে মানুষর চাহিদা আছে কি না। চাহিদা না থাকলে প্রকল্প পড়ে থাকবে। এরকম সংখ্যাও আছে। কাজেই যে সকল এলাকায় প্রকল্পের চাহিদা আছে তা জরিপের মাধ্যমে জেনে সেখানে প্রকল্প করা হবে।'

এ সম্পর্কিত আরও খবর