ভাষার মাসে সংসদে ইংরেজি: সাবেক হুইপের প্রশ্ন, মন্ত্রীর খোঁড়া যুক্তি

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 05:17:14

ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসে সর্বত্র রাষ্ট্র ভাষা বাংলা ব্যবহারে উচ্চ আদালতেরও নির্দেশনা রয়েছে। কিন্তু তা পুরোপুরি বাস্তবায়নে কারোরই আগ্রহ নেই। সেটা সরকারি হোক আর মালিকানা হোক সব অফিস আদলতেই দেখা যায়। এবার সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তরেও ইংরেজি শব্দ ব্যবহার করায় প্রশ্ন তুলেছেন সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার।

রোববার (১৭ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল।

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের তারকা চিহ্নিত প্রশ্ন ৪৮৪ এর লিখিত জবাবে এতিমখানার বিপরীতে বরাদ্দের বিষয়ে উত্তর দেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় তিনি বলেন, 'হ্যাঁ চলতি অর্থ বছরে (২০১৮-১৯) ক্যাপিটেশন গ্রান্ট বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন।'

এরপর সম্পূরক প্রশ্নের সুযোগে সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার মন্ত্রীর ইংরেজি শব্দের ব্যবহারকে উদ্দেশ্য করে বলেন, 'ভাষার মাসে ইংরেজি শব্দ ব্যবহার এই আর কবে বন্ধ হবে?'

জবাবে মন্ত্রী বলেন, 'আমরা একুশে ফেব্রুয়ারিতে এই ইংরেজি মাসকে উদ্ধৃতি দিয়ে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাই। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। যে ক্যাপিটেশন গ্র্যান্ড শব্দটির কথা বলেছেন এটিও ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ হলেও এটা প্রচলিত এবং এটা আমাদের কাছে বেশি সহজ মনে হয়।'

যুক্তি দেখিয়ে মন্ত্রী বলেন, 'অনেক সময় আমরা দেখি বিদ্যালয় না বলে স্কুল বলি। মহাবিদ্যালয় না বলে কলেজ বলি। এটা পরিবর্তন হবে। তবে সময়ই বলে কবে হবে।'

এ সম্পর্কিত আরও খবর