সময় নিয়ে ডেপুটি স্পিকার-রাঙ্গার মৃদু তর্ক

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-31 23:12:46

কার্য প্রণালী বিধির ৭১ (ক) বিধির উপর আনীত নোটিশ নিয়ে আলোচনার সময়সীমা নিয়ে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা মৃদু তর্কে জড়িয়ে যান।

বিধি অনুযায়ী ৭১ (ক) বিধিতে নোটিশটি স্পিকার গ্রহণ না করলে সংসদে নোটিশ উত্থাপনকারীর দুই মিনিট করে বক্তব্য রাখার সুযোগ রয়েছে। সেই রেওয়াজ অনুযায়ী নোটিশের ওপর আলোচনা করেন সাবেক মন্ত্রী শাজাহান খান।

তবে বিষয়টি নিয়ে আলোচনা করতে তার দুই মিনিটের বেশি সময় লেগে যায়। স্পিকারের চেয়ারে বসা ডেপুটি স্পিকার বিষয়টি দেখেও মাইক বন্ধ না করে কথা বলার সুযোগ দেন। তবে স্পিকার বা ডেপুটি স্পিকার চাইলে আলোচনা নির্ধারিত সময়ের বেশি চালিয়ে নিতে পারেন।

ডেপুটি স্পিকার এ বিষয়ে বলেন, 'বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায় শাজাহান খানকে ২ মিনিটের বেশি কথা বলার সুযোগ দিয়েছি। ৭১ বিধিতে কথা বলা নির্ধারিত ২ মিনিটের মধ্যেই শেষ করতে হবে। উনি (শাজাহান খান) বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায়ই তাকে ২ মিনিটের বেশি বলতে দিয়েছি। আপনি (রাঙ্গা) কি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলা নিয়ে আপত্তি করছেন? বঙ্গবন্ধুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনি চিফ হুইপ হতে পেরেছেন। তা না হলে আপনি চিফ হুইপ হতে পারতেন না।'

বিষয়টি নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আপত্তি করায় ডেপুটি স্পিকার বলেন, 'আপনি কি বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চান?' এ সময় মশিউর রহমান রাঙ্গা হাত নাড়িয়ে কিছু বললেও মাইক না থাকায় তা শুনতে পাওয়া যায়নি।

কিছুক্ষণ পরে মশিউর রহমান রাঙ্গা দাঁড়িয়ে বলেন, 'আমি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলার জন্য আপত্তি করিনি। আমি বলতে চেয়েছি ২ মিনিটের বেশি কথা বলা নিয়ে। এর আগে আমিও ৭১ বিধিতে দুই দিন নোটিশ দিয়েছি, আলোচনা শেষ করতে পারিনি। সেই বিষয়টি বলতে চেয়েছি। এরপরে যেন আমাদের এই সুযোগটি দেওয়া হয়।'

এর জবাবে ডেপুটি স্পিকার বলেন, 'বঙ্গবন্ধুর সঙ্গে অন্য বিষয়ের তুলনা হয় না। বঙ্গবন্ধুর বিষয়ে সব সময় একটু ছাড় থাকবেই। আপনি বঙ্গবন্ধুর কথার সঙ্গে আপনার বক্তব্য এক করতে চান। সেই সুযোগ আমার ক্ষমতা থাকলেও দিতে পারব না।'

পরে রাঙ্গা বলেন, 'আমি হয়তো বঙ্গবন্ধুর কথা বলেই সুযোগটা নেব।'

এ সম্পর্কিত আরও খবর