সৌদির সঙ্গে সামরিক চুক্তি সংবিধান লঙ্ঘন কিনা প্রশ্ন বাদলের

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-26 21:57:35

সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে আবারও সংসদে প্রশ্ন তুলেছেন সরকারের শরিক দলের সদস্য মইনুদ্দিন খান বাদল।

তিনি বলেছেন, 'সৌদি আরবের সঙ্গে আমাদের সেনাবাহিনী যে চুক্তি করছে সেটা সংবিধান লঙ্ঘন করছে কী না বিষয়টা খতিয়ে দেখতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।'

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রশ্ন তোলেন তিনি। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এই ইস্যুতে প্রশ্ন তুলেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

কথা বলার শুরুতে অসুস্থতার কারণে স্পিকার তাকে বসে বলার কথা বলায় তিনি এবারের মন্ত্রী সভায় শরীকদের ঠাঁই না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলায় তার উদ্ধৃতি টেনে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে বলছেন সেইজন্য নিজের পায়ে দাঁড়ায় বলার চেষ্টা করছি।’

বাদল বলেন, ‘আমার চোখে পড়ছে আমরা কী সংবিধান ভঙ্গ করছি? সেটা যদি হয় আজকে থেকে ভবিষ্যতে কেউ না কেউ প্রশ্ন তুলতে পারে।’

স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার আমলে এগুলো ঘটলে সঠিক হবে কী না। আমাদের সৌদি বিরোধী নিয়ে মেনন কথা বলেছেন। আমরা একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত হতে যাচ্ছি। আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী নয় তিনি বিশ্ব নেত্রী’।

তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রশ্নে আমরা এরইমধ্যে একটা সমস্যায় ঢুকে গেছি। এই সৌদিতে সৈন্য পাঠানোর ব্যাপারটা নিয়ে পাকিস্তান সংসদে ভোট হয়েছিল সেখানে নওয়াজ শরীফ তুলেছিলেন পরে সংসদ বিরোধিতা করায় তারা সৈন্য পাঠাতে পারেননি।’

সংবিধানে ২৫ বিধির কথা উল্লেখ করে বলেন, ‘সংবিধানেই উল্লেখ করা আছে আমরা জাতিসংঘের নির্দেশনা ছাড়া পৃথিবীর কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াবো না। আমাদের নেত্রী বলেছেন পবিত্র কাবা শরীফ এবং পবিত্রস্থান ছাড়া অন্য কোথাও আমাদের সেনাবাহিনী যাবে না। সেখানে সৌদি হুতি, সৌদি সংঘর্ষ শিয়া সুন্নি দ্বন্দ্বে কেন বাংলাদেশ যাবে। আমাদের আইএসপিআর বলছে ৫০০ কোটি টাকা পাবে। অথচ তারা আমাদের সরকারের কাছে ৯০০ কোটি টাকা চেয়েছে। ৫০০ কোটির আসায় এটা কেন করবে?’

তিনি সংসদে ৬৮ ধরায় বৈদেশিক নীতি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে বলেন, ‘মাইন অপারেশনে যেয়ে ২৭১জন সৈন্য মারা গেছেন। তাহলে সেখানে কেন আমরা জড়াবো।’

এ সম্পর্কিত আরও খবর