মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে সংসদে অসন্তোষ

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-22 17:45:41

বর্তমান সরকারের নেওয়া বড় বড় প্রকল্পের অগ্রগতি নিয়ে সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেছেন, 'বড় প্রকল্পের ছোট অগ্রগতি। প্রকল্পের ব্যয় ও সময় বাড়লেও অগ্রগতি উল্লেখযোগ্য নয়।'

রোববার (০৩ মার্চ) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

সরকার কর্তৃক গৃহীত কয়েকটি প্রকল্পের অগ্রগতি তুলে ধরে ফখরুল ইমাম বলেন, 'পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। পদ্মাসেতু প্রকল্পে এ পর্যন্ত ব্যয় করা হয়েছে ১৫ হাজার ২৮ কোটি টাকা এবং এই বছরে আরও ব্যয় করতে হবে ৪ হাজার ৩৯৫ কোটি টাকা। এই প্রকল্পের অগ্রগতি মাত্র ৫২ শতাংশ। পরের প্রকল্প মেট্রোরেল। এই প্রকল্পের ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি। এখন পর্যন্ত ব্যয় করা হয়েছে ২ হাজার ৯৯৯ কোটি টাকা। অগ্রগতি মাত্র ১৩ শতাংশ। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় ৩৫ হাজার ৯৮৪ কোটি, এ পর্যন্ত ৪ হাজার ৯৫২ কোটি টাকা খরচ হয়েছে। এ বছর খরচ করতে হবে ২ হাজার ১৭১ কোটি টাকা। এ প্রকল্পের অগ্রগতি মাত্র ১৪ শতাংশ। কক্সবাজার-চট্টগ্রাম রেল প্রকল্পের অগ্রগতি মাত্র ১২ শতাংশ।'

ব্যাংক ও আর্থিক খাতের নানা ত্রুটি তুলে ধরে বলেন, 'ব্যাংক খাতকে যদি অর্থনীতির হৃদপিণ্ড মনে করি, তাহলে সেখানে রক্তক্ষরণ ঘটছে অনেক দিন ধরে। দেশে ৫৯টি ব্যাংক কার্যকর রয়েছে। এর মধ্যে ৪১টি বেসরকারি ব্যাংক এবং ৯টি সরকারি ও ৯টি বিদেশি ব্যাংক। গত সেপ্টেম্বরের হিসেবে রাষ্ট্রখাতের ৯ ব্যাংকে ঋণ খেলাপির পরিমাণ ছিল ৪৯ হাজার ৪৭৪ কোটি। আর বেসরকারি ও বিদেশি ৫০ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৪৯ হাজার ৯৭৬ কোটি। মোট ৯৯ হাজার ৩৭০ কোটি টাকা।'

সাংবাদিকদের ৩২ ধারা নিয়ে সংসদে আইনমন্ত্রীর অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, 'ডিজিটাল নিরাপত্তা আইন পাসের আগে অনেক সমালোচনা হয়েছে। এই সংসদে আমরা অনেক আলোচনা করেছি। আইনটি পাসের আগে আইনমন্ত্রী অঙ্গিকার করেছিলেন ৩২ ধারায় যদি কোনো সাংবাদিক মামলার শিকার হন তাহলে আমি নিজে ফ্রিতে ওকালতি করব। আজকে সাংবাদিক আবু জাফর জেলে আছেন, আমার জানতে ইচ্ছে করে আইনমন্ত্রী উনার পাশে দাঁড়িয়েছেন কি না? উনি যে প্রতিজ্ঞা করলেন যদি কোন সাংবাদিক গ্রেফতার হয় উনি তার পাশে দাঁড়াবেন, সেই অঙ্গীকারে উনি আছেন কি না? এই সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন কিনা? আমি জানি না শেষ পর্যন্ত কি হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর