সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 16:38:43

ছাত্রদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, 'আপনি মমতাময়ী মা, আপনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আপনি চাইলে পারবেন। আপনার কাছে অনুরোধ, বিবেচনা করবেন।' পাশাপাশি ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি করেন তিনি।

সোমবার (১১ মার্চ) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।

রওশন এরশাদ বলেন, 'ঐকমত্য ছাড়া কোন দেশ এগিয়ে যেতে পারে না। জাতীয় ঐকমত্য ছাড়া শান্তি ও সমৃদ্ধি স্থায়ী লাভ করে না। দশম সংসদে আমরা সর্বাত্মক ভূমিকা রেখেছি। এর আগে মনে হয় এতো সুন্দরভাবে সংসদ চলেনি।'

তিনি বঙ্গবন্ধুর জন্মের শতবার্ষিকী উদযাপনকে মাইলফলক হিসেবে ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের কাছে মহাকাব্য। আর সেই মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসে তখন থেকেই উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়। এর আগে উন্নয়ন থমকে গেছিল।'

এ সময় তিনি স্বামী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সুস্থতার জন্য দোয়া চান।

প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় আগামীতে নেতৃত্ব দেবে এই প্রত্যাশা রেখে রওশন এরশাদ বলেন, 'আমি দোয়া করি সজিব ওয়াজেদ জয় আগামীতে নেতৃত্বে আসুক। আমরা এটা প্রত্যাশা করি।'

এবারের মন্ত্রিসভা গঠন নিয়ে নিজে এবং দেশবাসী খুশি বলে জানিয়ে বলেন, 'এবার মন্ত্রিসভা যেন এক ঝাঁক পায়রা উডিয়ে দিয়েছেন। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ প্রশাসন যেমন প্রয়োজন তেমনকি দক্ষ মন্ত্রিসভার দরকার। এবারের মন্ত্রিসভা সেই কাজ করবে।'

এ সম্পর্কিত আরও খবর