সামাজিক অবক্ষয়কারীদের বিরুদ্ধে ফাঁসির বিধানের প্রস্তাব

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 06:20:47

জাতীয় সংসদ থেকে: সম্প্রতি ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডসহ সমাজে বিভিন্ন অবক্ষয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি ও বিরোধীদলের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। তারা সামাজিক অবক্ষয়কারী নরপিশাচদের ফাঁসির বিধান রেখে আইন করার প্রস্তাব করেছেন তারা।

বুধবার (২৪ এপ্রিল) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে অনির্ধারিত আলোচনায় বিষয়টির সূত্রপাত করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরপর আলোচনা করেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মোকাব্বির খান, মো. রুস্তম আলী ফরাজী, মঈনুদ্দিন খান বাদল প্রমুখ।

মোহাম্মদ নাসিম বলেন, ‘গত দুই মাসে দেশে ও বিদেশে অনেক ঘটনা ঘটেছে। হিংসা প্রতিহিংসায় রক্তাক্ত হয়েছে মসজিদ, মন্দির, গির্জা। একজন নুসরাত প্রতিহিংসার আগুনে ছাড়খার হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী হাত নুসরাতকে রক্ষা করতে পারেনি।’

এ সময় শ্রীলংকার বোমা হামলা নিহত জায়ান চৌধুরীর কথা স্মরণ করে নাসিম বলেন, ‘জায়ান চৌধুরীর ছবিটি দেখে আমার ১৫ আগস্টে ছোট্ট রাসেলের কথা মনে পড়ে গেল। জায়ানের ছবি দেখে মানুষের মন কেঁদেছে।’

তিনি বলেন, ‘আমি নোটিশ দিয়েছি এসব বিষয়ে সংসদে সাধারণ আলোচনা হওয়া উচিত।‘ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দিন ধার্য্য করুন, সাধারণ আলোচনার জন্য।’

তার প্রস্তাব সমর্থন করে তোফায়েল আহমেদ বলেন, ‘নুসরাত আগুণে দগ্ধ হয়ে মৃত্যু বরণ করল। সমস্ত মানুষের হৃদয়কে নাড়া দিযেছে। একজন বাদে সকল অপরাধী গ্রেফতার হয়েছে।’

তিনি বলেন, ‘নুসরাতের ঘটনার পরেও প্রত্যেক দিন নিষ্পাপ শিশুদের হয়রানি করার ঘটনা ঘটছে। রাস্তায়, স্কুল থেকে যাবার সময়, বাড়িতে ঢুকে হয়রানি করা হচ্ছে, এটা হতে পারে না। যে দেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি, সেই দেশে সামাজিক অবক্ষয় চলতে পারে না।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত অপরাধী উপলব্ধি করতে না পারবে, অপরাধ করে পার পাবে না, শাস্তি ভোগ করতে হবে। ততক্ষণ সামাজিক দুর্ঘটনা বন্ধ হবে না।’

তিনি বলেন, ‘অপরাধী ধরা পরার পর তারা মনে করে জেলে যাবে, আবার মুক্তি পাবে, কিছুই হবে না। এজন্য এমন আইন করতে হবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি মনে করি ফাঁসির কাষ্ঠে ঝোলানো উচিত। তা না হলে এই সামাজিক অবক্ষয় বন্ধ হবে না।‘

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বন্ধে কমিটি গঠন করতে হবে। হলি আর্টিজানে জঙ্গিবাদের তাণ্ডব দেখেছি। ঐ ঘটনায় পর্যটন শিল্প প্রায় ধ্বংস হতে বসেছিল। এখন শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডে এসব ঘটনা ঘটেছে। তবে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। ইউটিউবে নানাভাবে জঙ্গীবাদ-সন্ত্রাসে উস্কানী দেওয়া হচ্ছে। এ ব্যাপারেও নজর দিতে হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেন, ‘নুসরাতসহ দেশের বিভিন্ন স্থানে যেসব সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যাচ্ছে, তা সত্যিই উদ্বেগের ব্যাপারে। নুসরাত হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে। কিন্তু সবকিছুর ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলতে হবে কেন? মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কী করছেন? বর্তমানে মনে হচ্ছে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়েছে। এসব বন্ধ করা দরকার।’

এ সম্পর্কিত আরও খবর