'জঙ্গিদের এক মাসের মধ্যে শাস্তির বিধান রেখে আইন করা উচিৎ'

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 05:00:17

নিজের ছোট্ট নাতিকে হারিয়ে আপ্লুত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, 'সন্ত্রাসী-জঙ্গিদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করতে হবে। কঠিন আইন কী? ১০ দিন, ১৫ দিন বা এক মাসের ভেতর ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে হত্যা করা উচিৎ। স্বীকার যখন করেছে কোর্টে যাওয়ার দরকার নাই।'

সোমবার (২৯ এপ্রিল) রাতে একাদশ জাতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ১৪৭ এর আওতায় প্রস্তাব (সাধারণ) এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। প্রস্তাব উত্থাপন করেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

শেখ সেলিম বলেন, 'সারা বিশ্বে জঙ্গিবাদ ও ধর্মের নামে সন্ত্রাস সকল ধর্মকে বিতর্কিত করা হচ্ছে। মানবতা হলো সকল ধর্মের ঊর্ধ্বে। সব ধর্মতেই মানবতা প্রাধান্য দেওয়া হয়। মানব কল্যাণ এবং মানবিকতার ধর্ম সারা বিশ্বেই মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটলো সেখানে মানবতাটা কোথায়?'

আপ্লুত হয়ে সেলিম বলেন, 'শ্রীলঙ্কায় ২১ এপ্রিল হোটেলে ভয়াবহ বোমা হামলা বোমা ফাটিয়ে জায়ান চৌধুরী ছোট্ট শিশুকে মারা হলো, কি অপরাধ তারা করেছে। পৃথিবীতে তাদের কি বাস করার অধিকার নাই। কিছু উন্মাদ, কিছু সন্ত্রাসী, কিছু জঙ্গির কারণে ভবিষ্যৎ বংশধরকে এখানে গড়ে উঠতে পারবে না। এখানে কি ইসলাম তারা প্রতিষ্ঠা করেছে। নিহত হলো আমার নাতি, আমার জামাই মশিউর আহত।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বারবার সেদিন যোগাযোগ করছিলেন। জায়ান একটা নিষ্পাপ শিশু শিশু কি অন্যায় করেছে সে? সে তার মার সাথে বেড়াতে গেছে। আমার মেয়েটার ওই বাচ্চাই হচ্ছে তার পৃথিবী, তাকে নিয়ে তার স্বপ্ন। সে ওই বাচ্চাকে নিয়েই বেঁচে আছে। তার বুক থেকে এভাবে কেড়ে নিল, এটা মেনে নেওয়া যায় না।'

এ সময় কান্না জড়িত কণ্ঠে বলেন, 'সে ফুলের মতো ছেলে। সবার সাথে খেলাধুলা করত লেখাপড়ায় মেধাবী। কোরআন শরীফ আয়তুল কুসরি সুর দিয়ে পড়ত। আমাকে বলত নানা শুনবা, যখন পড়ত মনে হত উচ্চমানের আলেম কোরআন শরীফ পড়ছে। এই কি পৃথিবী? এই পৃথিবীতে কি আমরা চেয়েছিলাম। সে ক্রিকেট খেলত। লাল জামা পছন্দ করত। বেঁচে থাকলে জায়ান একদিন হয়তো এই দেশের নেতৃত্ব দিতে পারত। যেই দেখেছে আমরা সহকর্মীরাসহ সবাই দুই ফোঁটা চোখের পানি ফেলেছে। এতো ভালবাসা পেল ছেলেটা আর পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার হলো না।'

তিনি বলেন, 'পৃথিবীতে যে হানাহানি হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে ধর্মের নামে যে সন্ত্রাস, সকল ধর্মকে বিতর্কিত করে দিচ্ছে। এই পৃথিবীতে এটা হতে পারে না। এখন সময় এসেছে গোটা পৃথিবীকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত শক্তিকে রুখে দাঁড়াতে হবে।'

এ সম্পর্কিত আরও খবর