বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে শাস্তি বাস্তবায়নের দাবি নাসিমের

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:16:26

জাতীয় সংসদ ভবন থেকে: বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, 'পলাতক খুনিদের এনে শাস্তি বাস্তবায়ন করা হোক। খুনিদের দণ্ড কার্যকর করা হোক। দ্রুত যেন শাস্তি বাস্তবায়ন করা হয়। দীর্ঘদিনের বিষয়টি মীমাংসা হওয়া উচিত। এই বিষয়ে কী করা হয়েছে, সংসদে জানাতে অনুরোধ করব।'

বুধবার (১২ জুন) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে তিনি এ দাবি জানান।

মোহাম্মদ নাসিম বলেন, 'নোটিশ দিয়েছিলাম, ১৯৭৫ সালে জাতির জনককে ও জাতীয় চার নেতাকে হত্যা করার পর কয়েকজন খুনি স্বঘোষিত কিলার, দীর্ঘদিন বিচারের বাইরে ছিল। মোস্তাক, জিয়াউর রহমান সেই বিচার বন্ধ করেছে সামরিক অধ্যাদেশ জারি করে পাস করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ওই বিলম্বিত প্রলম্বিত বিচারটি করেছিলেন। খুনিদের অনেককে গ্রেফতার করে তাদের বিচার হয়েছিল। যদিও বিচার কার্য বাধাপ্রাপ্ত হয়েছিল। বিএনপি-জামায়াত যখন ২০০১ সালে ক্ষমতায় আসে তখন এই খুনিদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে। এই সংসদে খুনি রশিদকে বিরোধী দলের আসনে বসানো হয়েছিল, বিএনপি-জামায়াতের সময় এই সংসদকে কলঙ্কিত করা হয়েছিল।'

তিনি বলেন, 'অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। নূর, রশিদসহ অনেকেই পলাতক আছেন, পররাষ্ট্র মন্ত্রী এখানে আছেন। দীর্ঘদিন ধরে ওই খুনিরা বিদেশ থেকে চক্রান্ত করছে। একটি নির্বাচিত সরকার উৎখাত করার জন্য বার বার চক্রান্ত করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বার বার ক্ষমতা থেকে উৎখাত করার জন্য চক্রান্ত করা হয়। পরবর্তীকালে এক এগারো করে প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হয়।'

মোহাম্মদ নাসিম বলেন, 'আমেরিকা-কানাডা মানবাধিকারের কথা বলে, লন্ডন-চায়না মানবতার কথা বলে। নূর স্বঘোষিত খুনি, রশিদ দণ্ডপ্রাপ্ত খুনি, কী করে বাইরে থাকে, চিহ্নিত করা হয়েছে তাদেরকে, বার বার বলা হয়েছে, তারা ফিরে আসে না কেন? শুধু তাই না লন্ডনে দণ্ডিত পলাতক আসামি বসে আছে, একই লক্ষ্যে বসে আছে। খুনি এবং এদের একই লক্ষ্য, নির্বাচনে বানচাল করে অশুভ শক্তিকে ক্ষমতায় আনা। কী কারণে আজকে কয়েক যুগ হয়ে গেলেও এই খুনিকে প্রত্যাবর্তন করা যাচ্ছে না, কেন?'

তিনি প্রশ্ন রেখে বলেন, 'তারা কীভাবে বিদেশে আছেন। পররাষ্ট্র মন্ত্রী আছেন, আইন মন্ত্রী আছেন, এই পলাতক খুনিদের ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়ন করা হোক। খুনিদের জন্য দণ্ড কার্যকর করা হোক।'

এ সম্পর্কিত আরও খবর