‘ইট মারলে পাটকেল তো খেতেই হবে’

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-25 04:45:11

স্বাধীনতার ঘোষক বিতর্কে আবারও মৃদু উত্তেজনা সৃষ্টি হয়েছে জাতীয় সংসদে।

বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা তো পাঁচ শতাংশ, পুরো সংসদ তো আপনারাই (সরকারি দল)। আমাদের কথা শুনতে সমস্যা কোথায়? আপনারা (সরকার দলীয় সংসদ সদস্যরা) ইট মারলে পাটকেল তো খেতেই হবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে খুনি বলা হয়। আর আমরা জবাব দিতে গেলেই হাউ কাউ করা হয়।’

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তার নির্ধারিত ১০ মিনিট ছাড়াও অতিরিক্ত চার মিনিট সময় চেয়ে নিয়ে ১৪ মিনিট কথা বলেন তিনি। শুরুতে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন ও বরাদ্দ নিয়ে কথা বলেন। শেষ দিকে জিয়া ও তারেক রহমানকে নিয়ে কথা বলতে শুরু করলেই হৈ চৈ পড়ে যায়।

মোশাররফ হোসেন বলেন, ‘সংসদে আসার আগে বলা হয়েছিল, সংসদে এসে অভিপ্রায় ব্যক্ত করুন। কিন্তু কোনো কথা বলতে গেলেই হাউ কাউ করা হয়। যেখানে বিরোধিতা নেই, সেখানেই স্বেচ্ছাচারিতার জন্ম হয়, এক নায়কতন্ত্রের জন্ম হয়।’

‘আমাদের কথা বলার সমান সুযোগ দেওয়া হোক। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বলেছিলাম। কেন বলেছিলাম? যখন একটা দেশ স্বাধীন হয়, তখন যে মা ভাত রান্না করে যোগান দেন, তারও অবদান ছিল, তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা। যে মা অস্ত্র এগিয়ে দিয়েছিলেন তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা। যিনি ঘোষণা দিয়েছিলেন তিনিও মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, যা সারাদেশে এখনো বাজে, তাহলে এই কণ্ঠ শুনতে এতো অসুবিধা কেন,’ প্রশ্ন মোশাররফের।

তিনি বলেন, ‘আমরা কথা বললেই উনারা বিরোধীতার চেষ্টা করেন। এই দেশে জিয়া ও তারেক রহমান অনেক কিছু করেছেন।’

এ সময় হৈ চৈ করতে থাকেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শতভাগ আছেন, আমরা না হয় পাঁচ শতাংশ আছি। আপনারা কথার অবমূল্যায়ন করেন। আপনারা শুধু বলবেন, আমরা বলতে পারব না? আপনারা গলাবাজি করবেন, আমাদের বলার সুযোগ দেবেন না, তা তো হয় না।’

এ সম্পর্কিত আরও খবর