‘সিপিডির আওয়াজ বর্ষাকালের ব্যাঙের মতো’

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:36:11

জাতীয় সংসদ ভবন থেকে: বাজেট প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডির বক্তব্যের কড়া সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সিপিডির আওয়াজ হচ্ছে বর্ষাকালের ব্যাঙের মতো। অসহায়ত্ব থেকে তারা এমন আওয়াজ করছে।’

শনিবার (২২ জুন) রাতে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এভাবেই সিপিডির সমালোচনা করেন হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ বদলে গেছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে। সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’

প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘সিপিডি বর্ষাকালের বিশেষ প্রজাতির ব্যাঙের মতো, বাজেট এলেই একটা ভুল ধরে, পাণ্ডিত্য দেখাতে গিয়ে নিজেদের অন্তসারশূন্য অবস্থান জানান দেয়।’

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘দুষ্টু লোকেরা বলে, এক ধরনের বিশেষ ব্যাঙ আছে। বর্ষাকালে যখন চারদিক পানিতে থৈ থৈ করে, তখন বিভিন্ন প্রজাতির ব্যাঙ বিভিন্নভাবে আওয়াজ করে। একটি বিশেষ প্রজাতির ব্যাঙ বিশেষ আওয়াজ করে। সেই ব্যাঙ তখন বড় বড় আওয়াজ করে।’

‘সিপিডির আওয়াজ হচ্ছে বর্ষাকালের ব্যাঙের মতো। সেই বিশেষ প্রজাতির ব্যাঙ। তারা বাজেট দিলেই পাণ্ডিত দেখানোর জন্য বাজেটে একটা ভুল ধরেন। এখন তারা প্রচণ্ড অসহায় কারণ এক এগার হওয়ার সুযোগ নেই। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকার হলে সেখানে উপদেষ্টা হওয়ার সুযোগ নেই। সেজন্য তারা অসহায় বোধ করছে। বিশেষ প্রজাতির ব্যাঙের মতো বাজেট দিলেই বিশেষ প্রজাতির ব্যাঙের মত আওয়াজ করে।’

তিনি বলেন, ‘আমরা বির্তক চাই, তর্ক চাই, সমালোচনা চাই। আমরা চাই সমালোচনা করুন। বাস্তবসম্মত সমালোচনা করুন। প্রতিবছর একই ধরনের বক্তব্য দিয়ে নিজেদের পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করে নিজেদের বরং অন্তঃসারশূন্যতা প্রকাশ করছেন জনগণের কাছে।’

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসী দল বিএনপি দিনে তিন বার সংবাদ সম্মেলন করে। আবার বলে, কথা বলার অধিকার নেই। সংসদে শপথ নেওয়া নিয়ে বিএনপি যা করেছে, তা গাঁধার জল ঘোলা করে খাওয়ার মতো।’

এ সম্পর্কিত আরও খবর