উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় প্রধানমন্ত্রী অবগত

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:46:45

জাতীয় সংসদ ভবন থেকে: রোববার (২৩ জুন) রাতে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেসের দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী সকলকে নির্দেশ দিয়েছেন আহতদের খোঁজ খবর রাখতে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে।'

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদ ভবনের ৬ষ্ঠ তলায় সাংবাদিক লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সংসদ অধিবেশনে মাগরিবের বিরতির পর তিনি এই ব্রিফিং করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'দুর্ঘটনাটি ঘটার পর আমি তাৎক্ষণিকভাবে যোগাযোগ মন্ত্রীর সঙ্গে কথা বলি। উনি (ওবায়দুল কাদের) খুব তাড়াতাড়ি রেসপন্স করেছেন। সাথে সাথে সচিবকে পাঠিয়েছেন, ওরা কাজও শুরু করেছেন। বলেছেন, আজ কালের মধ্যে ঠিক হয়ে যাবে।'

তিনি বলেন, 'আজকে মন্ত্রিপরিষদের বৈঠক ছিল। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও আমি সবাই মিলে কথা বলেছি। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বে নেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের বলেছেন, খোঁজ রাখতে। আহতের ভাল সার্ভিস দেওয়া হচ্ছে।'

মন্ত্রী বলেন, 'সিলেটের অধিকাংশ রেল ব্রিজেরই ভঙ্গুর অবস্থা। এগুলো ব্রিটিশ আমলের তৈরি। এগুলোকে সংস্কার করা দরকার।'

আহত নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা খুবই সামান্য। আমরাতো ওই পর্যায়ে যাইনি। এখন যদি প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হত তাহলে কয়েক কোটি টাকা লেগে যেত। যে কারণে সড়কে এত লোক মারা গেলেও আমাদের গায়ে লাগে না।'

এ সম্পর্কিত আরও খবর