চক্রবৃদ্ধি সুদ বাদ দিয়ে সরল সুদে ঋণে দিতে হবে

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-27 14:25:03

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব. এম এ মান্নান বলেছেন, ‘ঋণ খেলাপিরা দেশের অর্থনীতির বড় প্রতিবন্ধক। যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। বর্তমানে ব্যাংকের সুদ আদায় করা হয় চক্রবৃদ্ধি হারে। প্রথম কোয়ার্টারের টাকা না দিলে পরের কোয়ার্টার কম্পাউন্ড হয়ে যায়।’

এভাবে আসল একই থাকে, কিন্তু সুদ বাড়তে থাকে। এক সময় বিশাল অঙ্ক দাঁড়ায়। এ চক্রবৃদ্ধি সুদ ব্যবসায়ী, সমাজ ও দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। তাই সব ব্যাংককে সরল সুদে ঋণ দেওয়ার প্রস্তাব করছি। তাতে দেশ ও জাতির উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, ‘প্রস্তাবিত বাজেট হতে হবে জনগণের প্রতি সরকারে প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের প্রতিফলন। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সর্বোস্তরের মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র নিরসন, জীবন মানের গুণগত পরিবর্তন। তা করতে পারলেই হবে সত্যিকারের গণমুখী বাজেট।’

‘অর্থনীতির ঊর্ধ্বগতি বজায় রাখতে হলে রফতানি বাড়াতে হবে। আমদানি নির্ভরশীলতা কমাতে হবে। অথচ আমাদের অর্থনীতি আমদানি নির্ভর। এখানে ৫৮ শতাংশ আমদানির বিপরীতে মাত্র ৪২ শতাংশ আসে রফতানি থেকে। যতদিন পর্যন্ত আমাদের রফতানি খাত আমদানির থেকে বেশি না হবে, ততদিন দেশের অর্থনীতিতে পরিপূর্ণ গতিশীলতা আসবে না। অর্থনীতির চাকা সচল রাখতে হলে আমাদের রফতানি খাতগুলো উৎসাহিত করতে হবে এবং রফতানির চ্যালেঞ্জগুলো অনুধাবন করে সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে,’ যোগ করেন তিনি।

ব্যবসায়ীদের সুবিধার্থে তিনি বলেন, ‘একজন মালিকের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, তার একটি প্রতিষ্ঠান খারাপ করলে দেশের আইনে সে আর কোনো ব্যাংকে ব্যবসা করতে পারছেন না। অন্যসব ব্যাংকের হিসাব নিয়মিত থাকলেও অন্য একটি হিসাব অনিয়মিত হওয়ায় তিনি আর ব্যবসা করতে পারছেন না। এ ব্যবস্থার পরিবর্তন দরকার।’

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিশ্বের মধ্যে বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনার কারণেই এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত উন্নয়নের দেশ হিসেবে পরিগণিত হয়েছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেট প্রমাণ করে যে যোগ্য নেতৃত্বে দেশ কত এগিয়েছে। আপাত দৃষ্টিতে উচ্চাভিলাষী বাজেট মনে হলেও এ বাজেটের লক্ষ্য অর্জন করা গেলে, তা হবে সরকার এবং রাষ্ট্রের জন্য একটি বিশাল অর্জন। তবে এ বাজেটকে সম্পূর্ণ গণবান্ধব করতে হলে কিছু কিছু ক্ষেত্রে সংশোধন করতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর