‘সংসদের প্রয়োজনে জাতীয় পার্টি বিরোধী দলে’

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 11:33:01

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় পার্টি বিরোধীদল নয়, আমরাই বিরোধীদল- বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের এমন বক্তব্যের জবাবে বিরোধীদলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘একাদশ সংসদ নির্বাচনের আগে আমাদের নেতা এইচএম এরশাদ বলেন, আমরা সরকারের সঙ্গে থাকব। যেহেতু এক সঙ্গে নির্বাচন করেছি, সরকারেও থাকতে পারতাম। কিন্তু যেহেতু সংসদে বিরোধীদলের প্রয়োজন, সেই কারণেই আমরা বিরোধীদলের একটা অবস্থানে রয়েছি।’

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে মশিউর রহমান বলেন, ‘সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। বিএনপির শাসন আমলে আমার ছেলেকে অপহরণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে বলেছিলেন পিনুর সঙ্গে কথা বলতে। পিনু হচ্ছে তারেক রহমানের আরেক নাম। আমি যেহেতু আগে কখনো হাওয়া ভবনে যাইনি, তখনও যাইনি। কারণ সেখানে গেলেই একটা পরিস্থিতি সৃষ্টি করত। যেহেতু তাদের সঙ্গে তখন আমাদের একটা সমঝোতা হওয়ার কথা ছিল।’

তিনি বলেন, ‘পাঁচ বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। প্রধানমন্ত্রী কোনো দিন আমার কাজে হস্তক্ষেপ করেননি। বরং বলেছেন, আপনার মন্ত্রণালয় আপনি যেভাবে পারেন সিদ্ধান্ত নেন।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘নিয়ম অনুযায়ী বিরোধীদলের সদস্যদের সংসদে বক্তব্য রাখতে হলে বিরোধীদলের প্রধান হুইপের কাছ থেকে সময় নিতে হয়। তারা এসে আমার কাছ থেকে সময় নিচ্ছেন, আবার আমাদের বিরুদ্ধে আজে বাজে উক্তি করছেন। আমাদের পার্টির চেয়ারম্যানকে নিয়ে অশ্লীল মন্তব্য করছেন।’

কারাগারে এরশাদের নির্যাতনের সেই দিনের বর্ণনা করে রাঙ্গা বলেন, ‘আমার নেতাকে যেখানে রাখা হয়েছিল সেখানে বাথরুমে পর্যন্ত সিটি ক্যামেরা বসানো হয়েছিল। বলা হয়েছিল তিনি লাফ দিয়ে বের হয়ে যেতে পারেন। অথচ তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেও জানতেন না, একদিন তাকেও জেলে যেতে হবে।’

সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘এরশাদ সাহেবের সময় যেহেতু কোনো লোককে দেখতে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, এখন ওনাকে (খালেদা জিয়া) সঙ্গে যে মহিলাকে দেওয়া হয়েছে, তাকে প্রত্যাহার করে নেওয়া উচিত। তার বাথরুমে সিটি ক্যামেরা বসানো উচিত, উনিও বের হয়ে যেতে পারেন।’

এ সম্পর্কিত আরও খবর