দেশে প্রচলিত আইন ১১৪৮টি

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-28 10:21:42

বর্তমানে দেশে ১ হাজার ১৪৮টি আইন (১৭৯৯ থেকে ১০ জুন ২০১৯ সাল পর্যন্ত) প্রচলিত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পযন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মোট ১০০ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আপিল বিভাগে ৬ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচাপতি নিয়োগ দেওয়া হয়।
২০০৯ সাল থেকে এ পর্যন্ত অধস্তন আদালতে মোট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আরো ১০০ জন সহকারী জজ নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৬৭ জন বিচারককে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের বিভিন্ন আদালতে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি।

সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৫৫১টি।

এ সম্পর্কিত আরও খবর