শপথ নিলেন বিএনপির সিরাজ

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 05:51:31

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি দলীয় সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।

এ নিয়ে বিএনপির সাতজন নির্বাচিত সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদে যোগ দিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন সিরাজ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভরাডুবির পর এ সংসদকে অবৈধ আখ্যা দিয়ে সংসদে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু পরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহিদুর রহমান নামে বিএনপির বিজয়ী এক নেতা শপথ নেন। এরপর অন্যরাও শপথ নেন। শুধু মির্জা ফখরুল বাদ ছিলেন। এ নিয়ে সংরক্ষিত আসনের সদস্যসহ মোট সাতজন বিএনপি নেতাকে এবারের সংসদে দেখা যাবে।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ এবং রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর গোলাম মোহাম্মদ সিরাজ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সম্পর্কিত আরও খবর