নারী-শিশু নির্যাতন আইন কঠোর হওয়া দরকার: প্রধানমন্ত্রী

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-09-01 07:11:27

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের কিছু সামাজিক অপরাধ প্রবণতা বেড়ে গেছে। শিশুদের ওপর পাশবিক অত্যাচার বেড়েছে, কথায় কথায় মানুষ খুন করা, ছোট্ট শিশুদের খুন করা…।

প্রধানমন্ত্রী বলেন, একটা ঘটনা যখন পত্রিকায় নিউজ হয় তখন যেন আরো বেশি বৃদ্ধি পায়। মিডিয়াকে বলব যারা ধর্ষক তাদের চেহারাটা যেন বারবার দেখায়। তাদের যেন লজ্জা হয়। আমাদের আইনটা আরো কঠোর করা দরকার। আরো কঠোরভাবে শাস্তি দেওয়া দরকার। এ ধরনের অসামাজিক কার্যকলাপ কখনো মেনে নেওয়া যায় না।

বৃহস্পতিবার (১১ ‍জুলাই) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সমাপনী বক্তৃতায় সংসদ নেতা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মেয়েরাই প্রতিবাদ করব কেন? পুরুষ সম্প্রদায়, তাদের জন্য লজ্জার বিষয় যে পুরুষরাই অপরাধটা করে যাচ্ছে। সেজন্য পুরুষ সম্প্রদায়কে আরো বেশি সোচ্চার হতে হবে বলে আমি মনে করি। তবে এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

এ সম্পর্কিত আরও খবর