‘ডেঙ্গু মশা একটু অ্যারিস্টোক্রেটিক হয়ে গেছে!’

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-30 05:51:37

সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে গেছে। বিষয়টি উপলব্ধি করে সংসদ অধিবেশনে এ ব্যাপারে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে। ডেঙ্গু আবার খুব একটু অ্যারিস্টোক্রেটিক মশা হয়ে গেছে। বস্তি এলাকায় থাকে না, ময়লা পানিতে থাকে না, তারা ভদ্র পানি খোঁজে!

বৃহস্পতিবার (১১ ‍জুলাই) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সমাপনী বক্তৃতায় সংসদ নেতা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মশা ভদ্র পানি খোঁজে। সেখানেই সমস্যা, ওষুধ দিলেও যায় না।

দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, নিজের ঘরবাড়িটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং মশা যাতে না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। যেখানে পানি জমে থাকে যেমন ফুলের টব, এসি ব্যবহার যারা করেন তাদের সাবধান থাকতে হবে। ডেঙ্গু মশা পরিষ্কার পানি ছাড়া থাকে না।

তিনি বলেন, পরিষ্কার পানিতেই ডেঙ্গু মশা ডিম দেয়, পরিষ্কার পানিতেই বাচ্চা ফোটে। সেজন্য মশারি টাঙিয়ে থাকতে হবে। তাছাড়া চিকিৎসা যথেষ্ট উন্নত হয়েছে। ডেঙ্গু হওয়ার সাথে সাথে এখন ধরা পড়ছে। আমরা চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর