সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৮ সেপ্টেম্বর

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 02:13:17

আগামী ৮ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কার্যসূচি শুরু হচ্ছে। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংবিধানের ক্ষমতাবলে এই অধিবেশনের আহ্বান করেন।

বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি।

এর আগে গত ১১ জুন একাদশ জাতীয় সংসদের তৃতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়। এই অধিবেশনে গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়, যা গত ৩০ জুন পাস হয়।

আরও পড়ুন: বাজেট অধিবেশন শেষ

এ সম্পর্কিত আরও খবর