এরশাদের শোক প্রস্তাবের আলোচনায় খোঁচা মারলেন নাসিম

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 10:03:57

জাতীয় সংসদ ভবন থেকে: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শোক প্রস্তাবের আলোচনাতেও খোঁচা মারলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে জিয়াউর রহমানের পদ অনুসরণ করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। আমি ভুলে যেতে চাই। কিন্তু আজ বললাম রেকর্ডে থাকবে।’

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে একাদশ সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে এরশাদের ওপর শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে তার কর্মময় জীবন নিয়ে সরকারি দল, বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপি দলীয় সংসদ সদস্যরা আলোচনা করেন।

আরও পড়ুন: ‘সফল রাষ্ট্রনায়ক’ এরশাদ, সংসদে শোক প্রস্তাব

এ সময় মোহাম্মদ নাসিম বলেন, ‘তার নিজের নির্বাচনী এলাকা রংপুরে মেডিকলে কলেজ হাসপাতালের ব্যাপারে সব সময় আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করতেন। একটি ছোট্ট জেলার জন্য তার যে মমত্ববোধ দেখেছি, বিশেষ করে রংপুরের জন্য ওই সময়ের জন্য মনে করি। একজন রাষ্ট্রপতি কিভাবে নিজের এলাকার জন্য এভাবে দরদ দেখায়?’

তিনি বলেন, ‘এরশাদ জাতির জনককে শ্রদ্ধা করতেন। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় বার বার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখতেন। সবচেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক হলো এরশাদ সাহেব ক্ষমতায় থাকতে জিয়াউর রহমানের পদ অনুসরণ করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন। এমনকি তিনি তথাকথিত প্রেসিডেন্ট নির্বাচনে কর্নেল ফারুকের মত ঘৃণিত খুনিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এটা আমি ভুলে যেতে চাই, আজকের দিনে স্মরণ করতে চাই না। কিন্ত একথাগুলো বলছি এ কারণে যে, রেকর্ডে থাকবে। তবুও মনে করে তিনি চলে গেছেন তার আত্মার প্রতি গভীর শোক প্রকাশ করছি।

এ সম্পর্কিত আরও খবর