পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু প্রক্রিয়াধীন: কাদের

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 16:50:53

জাতীয় সংসদ ভবন থেকে: দেশের মধ্যাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবিকৃত পাটুরিয়া-দৌলতদিয়া রুটের দ্বিতীয় পদ্মা সেতু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘একটার কাজ শেষ হলে আরেকটার কাজ শুরু করব।’

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন: ‘মাটির ভিন্নতার কারণে সড়কে ব্যয় বেশি’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের পদ্মা সেতুর নির্মাণের কাজ এগিয়ে চলছে। পদ্মা সেতুর কাজের ৭৩ শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত ৬.১৫ কিলোমিটারের এই সেতুটি নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে। এই কাজটি সম্পূর্ণ হলে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ ধরব। প্রধানমন্ত্রী এই নির্দেশনাই দিয়েছেন।’

এ সম্পর্কিত আরও খবর