জাতীয় সংসদ ভবন থেকে: চাপাইনবাবগঞ্জের আন্তঃনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদের খোঁজ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই সংসদ সদস্য।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে একাদশ সংসদের চতুর্থ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে তারকা চিহ্নত প্রশ্ন ৫৪ উত্থাপনের সম্পূরক প্রশ্ন করতে যেয়ে স্পিকারের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রেলমন্ত্রীকে করা ওই প্রশ্নের উত্তর জানার পর হারুনুর রশীদ সম্পূরক প্রশ্ন করতে যেয়ে বলেন, ‘কিছুদিন পূর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত যে আন্তঃনগর ট্রেনটি উদ্বোধন করা হয়, সেখানে আমি দাওয়াত পেয়েছিলাম কিন্তু উপস্থিত থাকতে পারিনি, কিন্তু ওইখানে প্রধানমন্ত্রী আমাকে খোঁজ করেছিলেন যে হারুন কোথায়? সেজন্য আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এরপর রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলের ডাবল লাইন করার অনুরোধ জানান হারুনুর রশীদ।