তাল-গোলপাতা মিষ্টি জাতীয় ফসল, সংসদে বিল পাস

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-30 04:59:51

মিষ্টি জাতীয় ফসলের ব্যাপ্তি বাড়িয়ে ১৯৯৬ সালের ‘বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট’ আইনের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত বিল ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯’ সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বিরোধী দলের কয়েকজন সদস্য বিলটি অধিকতর যাচাই-বাছাই করার প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি পাসের প্রস্তাব কণ্ঠভোটে দিলে সর্বাধিক সমর্থন নিয়ে পাস হয়।

বিলে বলা হয়েছে, চিনি, গুড়, সিরাপের পাশাপাশি মধু উৎপাদনের লক্ষ্যে ইনস্টিটিউট প্রযুক্তি উদ্ভাবন করবে। সুগারক্রপের সংজ্ঞা নির্ধারণ করে বলা হয়েছে, সুগারক্রপ অর্থ আখ, সুগারবিট, তাল, খেজুর, গোলপাতা, স্টেভিয়া ও অন্যান্য মিষ্টিজাতীয় ফসল বা বৃক্ষ।

গত ১৮ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদন দেওয়া হয়। এরপর ৯ সেপ্টেম্বর বিলটি সংসদে তোলেন কৃষিমন্ত্রী। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি চূড়ান্ত করার পর বিলটি পাস হয়। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি কার্যকর হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, সময়ের পরিক্রমায় ইনস্টিটিউটের কাজের পরিধি বেড়েছে। তাই প্রতিষ্ঠানটির শিরোনাম পরিবর্তনসহ বিদ্যমান আইনটি অধিকতর সংশোধন ও হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর