সাড়ে ৬২ হাজার একর খাস জমি অবৈধ দখলে

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা, জাতীয় সংসদ ভবন থেকে | 2023-08-30 03:32:24

দেশে বর্তমানে ৬২ হাজার ৫৩৭ দশমিক ৬১ একর খাস জমি অবৈধ দখলে রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রতিটি বিভাগে অবৈধ দখলে থাকা খাস জমির পরিমাণ তুলে ধরেছেন।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে ১৫ হাজার ৫৪ দশমিক ১৯ একর খাস জমি, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৮৫৯ দশমিক ৯৮ একর, খুলনা বিভাগে ৩ হাজার ৪৪৫ দশমিক ৭৬ একর, রংপুর বিভাগে ৭ হাজার ৩৮৭ দশমিক ৭৭ একর, ময়মনসিংহে ১ হাজার ৩৯৩ দশমিক ৮১ একর, বরিশাল বিভাগে ৪ হাজার ৬৯ দশমিক ৬১ একর, সিলেটে ৫ হাজার ১৬৪ দশমিক ৬৫ একর এবং রাজশাহী বিভাগে ১ হাজার ১৬১ দশমিক ৬১ একর ভূমি অবৈধ দখলে রয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্পিত পরিত্যক্ত ও খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করার পরিকল্পনা সরকারের আছে।

এ সম্পর্কিত আরও খবর