সংসদ অধিবেশন সরাসরি প্রচারিত হয় সংসদ টেলিভিশনের মাধ্যমে। প্রতিদিন অধিবেশনের শুরু থেকেই সরকারি এ চ্যানেলটিতে প্রচারিত হয়ে থাকে। কিন্তু রোববার (০৯ ফেব্রুয়ারি) অধিবেশন প্রচারের কথা যেন বেমালুম ভুলে গেছে সংসদ টিভি।
বিকেল সাড়ে ৪টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের ঘোষণা দেন। এরপর সম্পূরক কার্যাবলীতে কমিটির রিপোর্ট উত্থাপন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম।
এরপরই শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। শুরুতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস তার বক্তব্য শুরু করেন। তার নির্ধারিত ২৫ মিনিট বক্তব্য শেষ করেও আরও তিন মিনিট বাড়িয়ে মোট ২৮ মিনিট বক্তব্য দেন তিনি। এ সময়জুড়ে সংসদ টিভিতে চলছিল গানের অনুষ্ঠান। শিল্পী সামিনা চৌধুরী, রফিকুল ইসলাম ও মখলেছুল ইসলাম নীলুর গান চলছিল।
এরপর বক্তৃতা শুরু করেন সরকার দলীয় আরেক সদস্য মকবুল হোসেন। তাতেও সংসদ টিভি কর্তৃপক্ষের টনক নড়েনি।
যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে দাবি করে সংসদ টেলিভিশনের মহাপরিচালক অশোক দেবনাথ জানান, ত্রুটি সারাতে ১৫ জন প্রকৌশলী কাজ করছেন। সংসদ টেলিভিশন সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে না, এটি বিটিভি থেকে লিংক নিয়ে প্রচার করা হয়। সেখান থেকে লিংক পাওয়া যাচ্ছে না।