জাতীয় সংসদ ভবন থেকে: পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফেরাতে নিয়োগ পদোন্নতিতে স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন সাবেক আইজিপি ও সংসদ সদস্য নূর মোহাম্মদ।
তিনি বলেন, দেশের সবচেয়ে আলোচিত ও সমালোচিত প্রতিষ্ঠানগুলোর একটি পুলিশ বাহিনী। নিয়োগ-পদোন্নতি, পদায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে হবে। তাহলেই আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারে জনগণের পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নূর মোহাম্মদ বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি। নিয়োগ পদোন্নতি পদায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনতে হবে। তাহলেই আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠতে পারে জনগণের পুলিশ।
তিনি বলেন, মুজিববর্ষে আমাদের সকলের অঙ্গীকার হোক নিরাপদ-জ্ঞান ভিত্তিক মানবিক বাংলাদেশ।