সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের জ্বালানী খরচ সরকারিভাবে মেটানোর প্রস্তাব করা হয়েছে। সরকারের পক্ষ থেকে যদি গাড়ি দেওয়া হয় সেটি যেন জ্বালানী খরচসহই ব্যবস্থা করা হয় এমন প্রস্তাব উঠেছে সংসদীয় কমিটির বৈঠকে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠকে এই প্রস্তাব করা হয়। বিষয়টি বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন খোদ সভাপতি নিজেই।
বৈঠকে বলা হয় সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সাথে জ্বালানি সরবরাহের জন্য সুপারিশ করা হয়। এছাড়া শুধু এসিল্যান্ড নয় নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও গাড়ি সুবিধা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
অন্যদিকে বিসিএস (তথ্য) ক্যাডারের বাংলাদেশ বেতারে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনে শীঘ্রই সুপারনিউমারি পদ সৃজন করে পদোন্নতি প্রদানের সুপারিশ করা হয়। এছাড়া জনমুখী জন প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শুদ্ধাচার এর ব্যাপক প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ,স,ম, ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র,আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন।
এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য-মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।