প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসার সব খরচ সরকারিভাবে বহন করা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘করোনার নমুনা সংগ্রহ শুরু থেকে সব চিকিৎসা খরচ সরকারিভাবে আমরা করে যাচ্ছি। এখানে পরীক্ষা করা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সব ধরনের খরচ সরকার বহন করছে।’
শনিবার (১৮ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা একথা বলেন।
এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই অধিবেশনের শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে সাংবিধানিক বাধ্যবাধকতায় ৬০ দিনের মাথায় এবারের অধিবেশন বসে। টানা এক ঘণ্টা চলার পর শেষ হয় সপ্তম অধিবেশন। এটি দেশের ইতিহাসে বিরল ঘটনা। শুরুর দিনেই অধিবেশন শেষ।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় সব ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় বিশেষ করে স্থলবন্দর, নৌ-বন্দর, বিমানবন্দরসহ সব জায়গায় পরীক্ষা করার জন্য থার্মালস্ক্যানার ও ইনফারেড থার্মোমিটারের মাধ্যমে স্কিনিং করা শুরু করেছি।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সব সেক্টরকে অন্তর্ভুক্ত করে জাতীয় কমিটি করে দিয়েছি। করোনা পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করা হচ্ছে। ইউকেএইড, ইউএসএইডসহ বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সহযোগিতা করছে।’
আরও পড়ুন: দেশের মানুষের কল্যাণটাই আমার কাছে বড়: প্রধানমন্ত্রী
করোনার নমুনা সংগ্রহে কীটের ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমরা ৯২ হাজার পরীক্ষার কীট সংগ্রহ করেছি। এরমধ্যে ২০ হাজার বিতরণ করা হয়েছে এবং ৭২ হাজারের মতো মজুত রাখা হয়েছে। কীট সরবরাহ অব্যাহত রয়েছে। কাজেই কীটের অভাব হওয়ার কোনো লক্ষণ নেই।’