সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (০৬ মে) সকাল পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এর আগে মঙ্গলবার (০৫) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মেঝ ছেলে মাহফুজুর রহমান মোল্লা বার্তা২৪.কম-কে মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ (বুধবার) সকাল পৌনে ১০ টার দিকে বাবা মারা গেছেন।
হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ঢাকা-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত হন। তিনি ১৯৪২ সালের ২৭ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে হাবিবুর রহমান মোল্লা তিন পুত্র ও তিন কন্যা সন্তান রেখে যান।