আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে থাকা অবস্থায় সাইফুল ইসলামের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়াও তিনি নানাভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সায়েম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল ৪ সেপ্টেম্বর থেকে সাইফুল ইসলামের ওপর অর্পিত দায়িত্ব ফিরিয়ে নেয়া হয়।
সাইফুল ইসলাম আশুলিয়ার ভাদাইলের কাঁঠালতলা এলাকার জামাল মাতব্বরের ছেলে।
সম্প্রতি সাইফুল ইসলামের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর কিছুদিন পরই আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ হারালেন তিনি।