সার চাইতে কৃষককে ধরনা দিতে হয় না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:47:46

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারের জন্য; সারের দাবি করতে গিয়ে ১৮ জন কৃষক গুলি খেয়ে নিহত হয়েছিল। এখন বাংলাদেশে সার চাইতে কৃষককে আর ধরনা দিতে হয় না, কৃষকদের হাতেই পৌঁছে যায়।’

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত ৬ষ্ঠ জাতীয় কনভেনশন ২০১৮ ও আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষকদের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের কৃষি উপকরণ কার্ড দিয়েছি। এই কার্ডের মধ্যদিয়ে কৃষকেরা যাতে তাদের কৃষি উপকরণ কিনতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। প্রায় ২ কোটি ৮ লক্ষ ১৩ হাজার ৪৭৭ জন কৃষক এই কৃষি উপকরণ কার্ড তারা পাচ্ছে। তাছাড়া ১০ টাকায় ব্যাংকে একাউন্ট খোলার ব্যবস্থা করেছি। প্রায় ১ কোটি কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। তাদের ভর্তুকির টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছায়। আমরা সরকারে এসে প্রায় তিন দফায় সারের দাম কমিয়ে দিয়েছি। যাতে আমাদের কৃষকরা উৎপাদন বাড়াতে পারে। বর্গা চাষিরা কোনদিন কিন্তু ব্যাংক ঋণ পেত না। আমরাই প্রথম বর্গা চাষিদের ব্যাংক ঋণের ব্যবস্থা করি।’

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তীতে যারা সরকারে ছিল তাদের লক্ষ্যটা ছিল ব্যবসা। তারা দেশে উৎপাদন বাড়ুক; এটা চায় নি। যে কারণে আপনারা দেখেছেন বিএডিসিকে বন্ধ করে দেওয়া হয়।কারণ, এটাকে বেসরকারি করতে হবে। আমরা যাই কিছু করি না কেন সরকারের হাতে কিছু থাকতেই হয়। নইলে...আমরা বীজ উৎপাদন করব তার কোয়ালিটি ঠিক থাকে না, বিতরণ ক্ষেত্রেও সুশৃঙ্খলতা আসে না।’

তিনি বলেন, ‘সার, বীজ, কৃষি উপকরণ প্রতিটি জিনিস যেন আমার দেশের মানুষ সময়মত পায় সেটাই তো আমাদের লক্ষ্য। জাতির পিতা সে ব্যবস্থাগুলো যখন করেন কিন্তু দুর্ভাগ্য আমরা দেখেছি সেই ব্যবস্থাগুলো নষ্ট করে দিয়েছিল পরবর্তী সরকার। সেটা জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সহ প্রত্যেকেরই মনে চিন্তাভাবনা একটু বৈরি ছিল।’

এ সময় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কঠোর সংগ্রামের ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ এ এম এম সালেকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইএফডিসি’র প্রেসিডেন্ট ও সিইও ড. স্কট জি অ্যাঙ্গেল । সংগঠনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স স্বাগত বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও খবর