জাপা নেতা দেলোয়ার হোসেন খান অসুস্থ

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:21:40

জাতীয় পার্টির সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান গুরুতর অসুস্থ। তিনি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথম টেস্টে করোনা নেগেটিভ হলেও দ্বিতীয় টেস্টে তার করোনা পজিটিভ হয়। তাকে নিয়মিত অক্সিজেন দিতে হচ্ছে। তবে আগের তুলনায় তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে মিসেস দেলোয়ারও ডেঙ্গু আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পরিবারের পক্ষ থেকে তাদের রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সবচেয়ে দীর্ঘ সময় ঘনিষ্ঠ সহচর ছিলেন। সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন খান মিজানুর রহমান চৌধুরীর হাত ধরে জাপায় প্রবেশ করেন। ৯০ এ পতনের পর এরশাদ জেলে গেলে আন্দোলনে নামেন সদলবলে। যে কারণে গ্রেফতার হয়ে দীর্ঘ সময় হাজতবাস করতে হয়। খালেদা জিয়া সরকারের সময় তাকে আটকাদেশ দিয়ে একের পর এক মামলা দেন। তার পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়। ২০১৪ সালের নির্বাচনের আগে এরশাদ হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ালে সিনিয়র নেতারা যখন সকলেই রওশনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেন, মাত্র দু'জন প্রেসিডিয়াম সদস্য নির্বাচন থেকে সরে দাঁড়ান তার একজন ছিলেন তিনি। এমপি- মন্ত্রীর লোভ দেখানো হলেও এরশাদকে ছেড়ে যান নি, যে কারণে তাকে এরশাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী বিবেচনা করা হতো।

এ সম্পর্কিত আরও খবর