বে টার্মিনাল হলে দেশের অর্থনীতির উন্নয়ন হবে

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:39:03

নৌপরিবহন মন্ত্রী শাহজান খান বলেছেন, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ছাড়া বে টার্মিনাল উন্নয়ন সম্ভব নয়। বেটার্মিনাল হলে দেশের অর্থনীতির উন্নয়ন হবে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের হোটেল রেডিসনে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।

খালেদা জিয়া ক্ষমতায় আসলে গুলি করে মানুষ হত্যা করে।  কৃষকদের হত্যা করলো, গার্মেন্টস শ্রমিকদের হত্যা করলো।  সর্বশেষ ২০১৩ সালে বোমা মেরে মানুষ মারলো।  ২০১৪ সালে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করলো।  তা নয় ৬০ হাজার গাছও হত্যা করেছে। মন্দির, মসজিদ গির্জা ভাঙচুর করেছে।

খালেদা জিয়া জানেন মানুষ হত্যার জবাব কি দিবেন, তাই নির্বাচনে না আসার পায়তারা করছে।  মানুষ পুড়িয়ে হত্যার বিচার হবে।  মানুষ হত্যা পাপ। তাই বিএনপি-জামাত একটি পাপি দল।  পাপি দলের উপর আল্লাহর গজব পড়েছে।  শেখ হাসিনার উপর আল্লাহর রহমত আছে।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সাংসদ এম এ লতিফ বলেন, গত ২৫ বছর আন্দোলন করে একটি বন্দর হয়েছে। পরে আর বন্দরের কাজ বৃদ্ধি না হওয়ায় দেশের উন্নয়ন স্তমিত হয়ে যা্চ্ছে। আজ বেটার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত যুগোপযোগী হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী সবদিক থেকে সফল। বন্দর ছাড়া ইকোনমি সম্ভব না। বন্দর বন্ধ থাকলে বিশ্ব জেনে যায়।  তাই বন্দর খুবই জরুরি।

আমাদের ৫০ মিলিয়ন টিউস সক্ষমতা রয়েছে। বন্দর ব্যবহারকারীদের জন্য আজ ঈদের দিন বলেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেন, এটা চট্টগ্রামবাসীর দীর্ঘদিন যাবত দাবি ছিল।  আজ এটি আলোর মুখ দেখছে। বেটার্মিনাল নির্মাণ হলে দেশের উন্নতি হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ হতে যাচ্ছে বেটার্মিনাল নির্মার্ণের মাধ্যমে।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চেম্বার সভাপতি মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ।

এ সম্পর্কিত আরও খবর