আ.লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা আজ

আওয়ামী লীগ, রাজনীতি

রেজা-উদ্-দৌলাহ প্রধান, স্টাফ করেসেপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:46:55


৮ বিভাগে নির্বাচন পরিচালনা ও ১৫ উপকমিটি গঠন হচ্ছে

৮০ পৃষ্ঠার একটি প্রোফাইল প্রস্তুত করেছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি


একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আর মাত্র সাড়ে তিন মাস বাকি নির্বাচনের। নির্বাচনে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের। দলকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে নানা রাজনৈতিক কৌশল ও নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়েছে তারা। জয় নিশ্চিত করতে নির্বাচন কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যেই নির্বাচনী প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে দলটি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ও সদস্য সচিব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনের শীর্ষ দুজন নেতা এই কমিটির সদস্য।  আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে গণভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।  সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হওয়ার কথা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলেও এর প্রথম বৈঠক হওয়ার কথা ছিল ৬ জুলাই। বিশেষ কারণে সেদিনের বৈঠক বাতিল করা হয়।

শুক্রবার বিকালে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাদের জানিয়েছেন, আজকের বৈঠকে ৮ বিভাগে ‘নির্বাচন পরিচালনা’ কমিটি গঠন করা হবে। বৈঠকে এই আট বিভাগের কমিটি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পাশাপাশি একই সঙ্গে ১৫টি উপকমিটি গঠন করা হবে।

জানা গেছে, বিভাগীয় নির্বাচন পরিচালনার জন্য আজকের বৈঠকে যে আটটি কমিটি গঠিত হবে তার আহ্বায়ক হবে দলের উপদেষ্টা পরিষদের সদস্যরা। যারা জাতীয় নির্বাচনে অংশ নেবেন না। আর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের। এমন খসড়া তালিকা ইতোমধ্যে করা হয়েছে। বিভাগীয় কমিটির সঙ্গে ১৫টি বিভিন্ন উপকমিটির অনুমোদনও আজ অনুমোদন দেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, শনিবারের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে নির্বাচনী প্রচারণা, এজেন্ট প্রশিক্ষণ, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন, নির্বাচনসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ এবং নির্বাচনী পর্যবেক্ষণ করার কাজ সরাসরি তদারকির সিদ্ধান্ত হবে। এছাড়া গত ১০টি নির্বাচনের পরিসংখ্যান, বর্তমান এমপিদের হালনাগাদ তথ্য, বিনা ভোটে কারা নির্বাচিত, দলের ও দলের বাইরে কার কি অবস্থান তা তুলে ধরা হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে। এজন্য ৮০ পৃষ্ঠার একটি প্রোফাইল প্রস্তুত করেছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি।

প্রস্তাবিত বিভিন্ন উপ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, নির্বাচনী আইন ও বিধি উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ও সদস্য সচিব অ্যাডভোকেট ফজিলাতুননেসা বাপ্পি। নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক ও সদস্য সচিব লে. ক. মোহাম্মদ ফারুক খান। মিডিয়া উপকমিটির আহ্বায়ক ইকবাল সোবহান চৌধুরী ও সদস্য সচিব মোজাম্মেল বাবু। লিগ্যাল এইড উপকমিটির আহ্বায়ক ড. সেলিম মাহমুদ ও সদস্য সচিব মনিরুজ্জামান।  দফতর ও আর্থিক ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক এসকে হাবিবুল্লাহ ও সদস্য সচিব কাজী বজলুর রহমান। প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী ও সদস্য সচিব অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।  লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক রশিদুল আলম ও সদস্য সচিব ড. সেলিম মাহমুদ। প্রচার উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর ও সদস্য সচিব অসীম কুমার উকিল। পেশাজীবী উপকমিটির আহ্বায়ক ইয়াফেস ওসমান ও সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা। নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. মহীউদ্দীন খান আলমগীর ও সদস্য সচিব অ্যাড. ফজিলাতুননেসা বাপ্পি। সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ ও সদস্য সচিব মানজার চৌধুরী। আইটি উপকমিটির আহ্বায়ক মোস্তাফা জব্বার ও সদস্য সচিব জোনায়েদ আহম্মেদ পলক। বিদেশি মিশন বা সংস্থা উপকমিটির আহ্বায়ক ড. দীপু মনি ও সদস্য সচিব অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির। দলের কেন্দ্রীয় কমিটি এবং সহসম্পাদকদের মধ্যে যারা দক্ষ ও নির্বাচন করতে অনিচ্ছুক তারাও উপকমিটিতে থাকছেন বলে জানা গেছে।

এছাড়া সরকারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ৬৪টি জেলা কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলার দায়িত্বে আছেন সাবেক উপসচিব আবুল মকসুদ, আবুল কাসেম হাওলাদার ও সাবেক এসপি মোস্তাক হোসেন খান।

এ সম্পর্কিত আরও খবর