নির্দলীয় সরকার-সেনা মোতায়ন-ইসি পুনর্গঠনের দাবি অবান্তর

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 00:18:57

সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়ন ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি অবান্তর, অপ্রয়োজনীয় ও অসাংবিধানিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৬সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিবি) আয়োজিত  আইডিবি'র ৪১তম কাউন্সিল এবং ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এক্সপো-২০১৮ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই তিন দাবির প্রসঙ্গে কাদের বলেন, 'এইমুহূর্তে অপ্রাসঙ্গিক অবান্তর, অপ্রয়োজনীয়  অসাংবিধানিক। এখন সংসদ ভেঙে নির্দলীয় সরকার করার কোন প্রয়োজন নেই। পৃথিবীর সব দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে- তবে তা সংবিধানিকভাবে।'

'আর সেনাবাহিনী মোতায়েন হবে না একথা আমরা বলব না। সেনাবাহিনীর প্রয়োজন হলে, মোতায়েন হবে। যদি প্রয়োজন হয়, সময় আর পরিস্থিতি অনুযায়ী  সেনাবাহিনী মোতায়ন দরকার হয়, তাহলে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে।'

বিএনপি না আসলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না মন্তব্য করে তিনি বলেন, 'বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরির কোন সুযোগ নেই। সবাই প্রতিদ্বন্দ্বিতা করেই জিতবে।'

তিনি  আরও বলেন, আমাদের বিকল্প সম্প্রদায়িক অপশক্তি।২০০১- ২০০৬ সালে এই অপশক্তির নির্যাতন দুঃশাসন আপনার দেখেছেন, সেই দুঃশাসন নির্যাতনের পুনরাবৃত্তি আপনারা কি চান? চান না।'

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার কথা বলে দিয়েছে, যেসব দল নিবন্ধিত সেসব দলের সভা সমাবেশ এখন থেকে সোহরাওয়ার্দী উদ্যানে হবে। অসুবিধা বা সমস্যা হবে না।

তিনি বলেন, রাজনীতিবিদরা যদি শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মতো সৎ হতো, তাহলে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত।

ডিপ্লোমা ইঞ্জিনিয়াদের উদ্দেশে তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের মতো ইঞ্জিনিয়ারদের ঘাম শ্রমের বিনিময়ে। আপনাদের জন্য গর্ববোধ করি।

এ সম্পর্কিত আরও খবর