গ্রেফতার হওয়া নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন ইশরাক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:11:27

সম্প্রতি রাজধানীতে অগ্নি সংযোগ ও নাশকতার মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বংশালে বাস পুড়ানো মামলায় বিভিন্ন ওয়ার্ডের গ্রেফতার হওয়া নেতাকর্মীর বাসায় যান তিনি।

পুরনো ৬৮নং এবং বর্তমান ৩২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. রফিকের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ খোবর নেন তিনি। এ সময় তার পরিবারকে সান্ত্বনাও দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এরপর যান একই মামলায় গ্রেফতার হওয়া আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিমের বাসায়। এরপর ছাত্রদলের সাবেক নেতা শহিদুল্লাহ রানা ও ৩১নং ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুমের বাসায় যান তিনি।

গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পরিবারের সার্বিক খোঁজখবর নেয়ার পাশাপাশি যেকোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন ইশরাক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির প্রবীণ নেতা হাজী শাহজাহান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সভাপতি মো. মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন তাইজু, সাংগঠনিক সম্পাদক মো. আদিল, ৩৫নং ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব আলী সরকারসহ, বিএনপি নেতা ডালিম, মোশাররফ, কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর