মধ্যরাতেও তোফায়েল আহমেদকে স্বাগত জানাতে কর্মীদের ভিড়

আওয়ামী লীগ, রাজনীতি

ইসমাঈল হোসাইন রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-09-01 20:55:01

ভোলা থেকে: ঘড়ির কাঁটায় রাত তখন তিনটা। ভোলার লঞ্চঘাট তখনো স্লোগানে উত্তাল। জন্মভূমিতে আসছেন প্রিয় নেতা তোফায়েল আহমেদ। তাকে স্বাগত জানাতে কর্মীদের উল্লসিত স্লোগান- তোফায়েল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম; তোফায়েল ভাইয়ের স্মরণে, ভয় করিনা মরণে।

ঘাটে ভিড়তেই লঞ্চের বেলকুনিতে আসেন ভোলাবাসীর প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহকর্মী তোফায়েল আহমেদ। কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন তিনি। এতে আরও উচ্ছ্বাসিত হয়ে পড়েন কর্মী-সমর্থকরা। ভোলা জেলা সদরের অদূরে ইলিশা ঘাটে তৈরি হয় এক ধরণের আনন্দঘণ পরিবেশ। সফরসঙ্গীসহ জননেতা নেমে আসেন সাধারণ মানুষের মাঝে। প্রিয় নেতাকে খুব কাছে পেয়ে খুশির অন্ত নেই কর্মীদের।

স্থানীয় প্রশাসন ও দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে ভোলা জেলা সার্কিট হাউজের দিকে ছুটতে থাকে গাড়ি বহর। সার্কিট হাউজে আমন্ত্রণ জানাতে এতো রাতেও ভিড় জমিয়ে অপেক্ষমান জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীরা। মন্ত্রীকে সাদরে গ্রহণ করেন তাদের আন্তরিক ভালোবাসায়।

সারাদেশে ২১ জেলায় উন্নয়ন কনসার্টের অংশ হিসেবে ভোলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও সাংবাদিক জ-ই-মামুনসহ অনেকে।

জাতীয় নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভাগীয় শহরগুলোর পর এবার জেলা শহরে কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে এই কনসার্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আতশবাজি প্রদর্শনী ও লেজার শোও থাকবে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা স্কুল মাঠে উন্নয়ন কনসার্টে অংশ নিয়ে বক্তব্য দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর