‘মনোনয়ন নিয়ে অসুস্থ প্রতিযোগিতা চলবে না’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 16:44:31

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেরকে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রার্থী আর প্রার্থী, হায়রে প্রার্থী, গুণে শেষ করা যাবে না। যারা প্রার্থী হবেন অসুবিধা নেই। তবে অসুস্থ প্রতিযোগিতা করবেন, সেটা চলবে না। দলের নেতাকর্মীদের গীবত করবেন না, ঘরের কথা পরকে বলবেন না।’

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভার বক্তব্যে তিনি এ কথা বলেন। এই পথসভা শেষে ফেনীর পথে রওনা দিবে আওয়ামী লীগের নির্বাচনী বহরটি। সেখানে থেকে রাতে চট্রগ্রামে পৌঁছাবে।

ওবায়দুল কাদের বলেন, ‘সবাই প্রার্থী হবেন , কিন্তু পাবেন মাত্র একজন। মনোনয়ন দেবেন শেখ হাসিনা। জনগন যাকে চাইবে তাকেই মনোনয়ন দেয়া হবে।’

তিনি বলেন, ‘সবার আমলনামা নেত্রীর কাছে জমা আছে, জরিপ হচ্ছে। জরিপের ফলাফলের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে। এখন আমাদের মার্কা একটাই সেটা হল- নৌকা মার্কা।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ওবায়দুল কাদের বলেন, ‘মাথায় রাখতে হবে, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। দলীয় প্রার্থিতার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা করা যাবে না। চায়ের দোকানে বসে নিজ দলের নেতাকর্মীদের বদনাম করা চলবে না।’

পকেট কমিটি নয়, দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘পকেট কমিটি করবেন না। দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন, তাদের কোণঠাসা করবেন না। বসন্ত গেলে সুবিধাভোগীরাও চলে যাবে।’

 মন্ত্রী বলেন, ‘বিএনপি গত ১০ বছর ধরে আন্দোলন করতে পারেনি, এখন তারা এক মাসে কী আন্দোলন করবে? আন্দোলনের নামে বিএনপি ও তার দোসররা যদি আবারও নাশকতা করে, বাসে আগুন দেয়, তবে তাদের প্রতিহত করবেন ‘

আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় আসলে কুমিল্লা উত্তরকে প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা দেয়া হবে বলেও কুমিল্লাবাসীক প্রতিশ্রুতি দেন তিনি।

সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার নির্বাচনী প্রচারণার প্রথম পথসভা অনুষ্ঠিত হয় শনিবার দুপুর ১২ টার দিকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে।

এর আগে ঢাকা থেকে পৌনে ৯ টার দিকে  সড়ক পথে নির্বাচনী প্রচারণায় চট্রগ্রাম কক্সবাজার উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদকের ওবায়দুল কাদের নেতৃত্বে সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারল সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল রওনা হন।

রোববার সকাল ৯টায় চট্রগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী, লোহাগড়া, চকরিয়া, কক্সবাজার ঈদগা মাঠে পথসভা করবে বলে জানান দলীয় নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর