‘আ‘লীগের নেতাকর্মীদের এত ভয় কেন?’- খন্দকার মোশাররফ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:05:44

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা বলেন বিএনপি ক্ষমতায় আসলে এক লাখ লাশ পরবে। আপনাদের এতো ভয় কেন? কী করেছেন আপনারা? আমি আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ভয় নেই। আমাদের হাতে সংখ্যালুঘুরাও কোনো অন্যায়ের শিকার হয়নি।’

রোববার রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ শূন্য চেয়ার রয়েছে আমাদের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। সরকার ২৪ ঘণ্টার নোটিশ দিয়ে সমাবেশ করতে দিয়েছে। দেখুন, জনসমাবেশ  জনসমুদ্রে পরিণত হয়েছে।’

বিএনপি’র এই নেতা বলেন, ‘সাত দিনের সময় দিয়ে দেখুন, পুরো শহর অচল হয়ে যাবে। সরকার আজ ফ্যাসিস্ট স্বৈরাচারে পরিণত হয়েছে। তাই এদেশের মানুষ আর দুঃশাসনের সরকার চায় না।’

জাতীয় ঐক্যের উল্লেখ করে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্য তৈরি করতে বলেছিলো। আজ সেই জাতীয় ঐক্য তৈরি হচ্ছে। নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়াকে ছাড়া অংশগ্রহনমূলক নির্বাচন কিছুতেই হবে না। এখনো আপনাদের সময় আছে। জনগণের দাবি মেনে নিন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিন।’

মোশাররফ হোসেন বলেন, ‘প্রশাসনের সকলকে আহ্বান জানাই, আওয়ামী লীগের কথা শুনবেন না। শুনলে একদিন জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে। পহেলা সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ হাজার মামলা হয়েছে। যারা এ মামলা করছেন তাদের জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।’

জনসভায় সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত ছিলেন ব‍্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ব‍্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নিতাই চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর