ফেসবুকে সরকারের উন্নয়ন প্রচারের আহ্বান এইচ টি ইমামের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 05:45:10

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট খুলে সরকারের উন্নয়ন প্রচার করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, ‘এখন সোস্যাল মিডিয়ার যুগ। সবাই ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বাংলাদেশের উন্নয়নকে প্রচার করতে হবে। এতে দেশের উন্নয়নের কথা মানুষের ঘরে ঘর পৌঁছে যাবে।’

রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশাল কনভেশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচ টি ইমাম বলেছেন, ‘আগামী নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। আমরা দেশকে অগ্নি সন্ত্রাসের বাংলা, হাওয়া ভবনের বাংলা হতে দিতে পারি না। আগুন দিয়ে মানুষ মারার দায় বিএনপিকে নিতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু একজন দক্ষ প্রশাসক ছিলেন। তিনি জীবন দিয়ে আমাদের শাক্তিশালী করে গেছেন। জাতির পিতা সুদূর প্রসারী স্বপ্ন দেখতেন। স্বপ্ন লালন করতেন। তিনি সোনার বাংলার স্বপ্ন দেখতেন। সোনার মতো খাটি মানুষের স্বপ্ন দেখতেন। তরুণ যারা ছাত্রলীগ, যুবলীগ করছো, তোমাদের সেই রকম স্বপ্ন দেখতে হবে।’

রোহিঙ্গাদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ১৬ কোটি মানুষের দেশে আরো ১০ লাখ মানুষের খাওয়াতে পারবো বলে শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এতে বিশ্ব দরবারে শেখ হাসিনা ও বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। পাশাপাশি রোহিঙ্গাদের বিতারিত করায় মিয়ানমারকে ধিক্কার দিচ্ছে বিশ্ববাসী।’

বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে একটি মহল এখনো লিপ্ত দাবি করে তিনি বলেন, ‘এখনো অনেকজন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে। বাংলাদেশ বলে স্বীকার করতে তাদের কষ্ট হয়। ফলে তারা দেশকে ধ্বংসের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধুর মতোই বুদ্ধিদীপ্ত শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শ আমি শেখ হাসিনার মধ্যে খুঁজে পাই। বিশ্ব নেতারা বঙ্গবন্ধুকে সম্মান করে বাংলাদেশের মানুষকে বলত শেখ মুজিবের দেশের মানুষ। এখন সেই সম্মান শেখ হাসিনাকে করে। শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংসদ সাবিহা নাহার মুছা, মুস্তাফিজুর রহমান, শামসুল হক চৌধুরী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর