সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে যুক্তফ্রন্ট

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:29:18

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি. চৌধুরী জানিয়েছেন, চলতি (অক্টোবর) মাসের তৃতীয় সপ্তাহে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এখনও তারিখ নির্ধারণ হয়নি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে এগারোটার দিকে গুলশানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব. মান্নানের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বি. চৌধুরী।

তিনি বলেন, আমরা যুক্তফ্রন্টের নেতারা বসেছিলাম। এটা নরমাল মিটিং। কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের জোটের কার্যক্রম আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়া বৃহত্তর জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপির সঙ্গে সমন্বয় করতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।

আগামী ৫ অক্টোবর সিলেটে যুক্তফ্রন্টের সমাবেশ প্রসঙ্গে বি. চৌধুরী বলেন, এখনও পারমিশন পাইনি। আশা করি পাব। কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছি।

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের গুলশানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) সভাপতি আসম রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ওমর ফারুক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমূখ।

এ সম্পর্কিত আরও খবর