হাসপাতাল থেকে রিলিজ পেলেন রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 10:33:18

প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৯ মে) রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়। তবে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় থেকেই চিকিৎসা নিবেন তিনি। সাথে মেনে চলতে হবে চিকিৎসকদের কঠোর নির্দেশনা।

চিকিৎসকদের পরমর্শে আরও এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে। এ সময়ে বাইরের লোকজন তার সাথে দেখা করতে পারবেন না বা মিশতে পারবেন না। বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে। যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সাথে সাথে অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়। রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা রফিকুল ইসলাম।

এদিকে রুহুল কবির রিজভীর পরিবারের পক্ষ তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সকলের নিকট অনুরোধ করেছেন বাসায় গিয়ে তাকে যেন কেউ বিরক্ত না করেন।

এর আগে গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর