মুক্তিযুদ্ধেও প্রেরণাদায়ী ছিলেন নজরুল: কাদের

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 03:47:52

কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা ছিলো মুক্তিযুদ্ধের জন্য প্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রণাঙ্গনের যোদ্ধারা তার সৃষ্টিতে উজ্জীবিত হতেন। যা আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পরোক্ষভাবে ভূমিকা রেখেছে।

মঙ্গলবার (২৫ মে) সকালে ৮ টা ৫০ মিনিটে নজরুলের জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকীতে তার মাজারে পুষ্পস্তবক অর্পণের পরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, নজরুল একাধারে প্রেম, দ্রোহ ও মানবিকতার কবি। তার সৃষ্টি থেকে শিক্ষা নিয়ে আমরা অসাম্প্রদায়িক ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

জাতীয় কবির জন্মদিন উপলক্ষে সকাল থেকে নানা স্তরের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও এ সময় শ্রদ্ধা নিবেদন করে।

এ সম্পর্কিত আরও খবর