গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত 

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 10:37:01

গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০টায় মোকাব্বির খান এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এক প্রস্তাবে বলা হয়, দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে আমরা গভীর উদ্বিগ্ন। করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট নয়। করোনার টিকা জোগাড় করার ক্ষেত্রে সরকার লেজে গোবরে পরিস্থিতির সৃষ্টি করেছে। শুধু মাত্র সিরাম একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হয়ে বিশ্বের আরো কয়েকটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়া উচিত ছিল। যা বর্তমানে সরকার চালিয়ে যাচ্ছে। তাহলে আমাদের ভ্যাকসিন সংকটে পড়তে হতো না। এ অবস্থা কাটিয়ে দ্রুত সকল মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কোন সুষ্ঠু চিন্তার প্রকাশ নয়, এব্যাপারে আমরা উদ্বিগ্ন। করোনা মধ্যেও প্রবাসীরা দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করে যাচ্ছে। অন্যদিকে কিছু সংখ্যক দুর্নীতিবাজরা বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ.ও.ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ, হারুন তালুকদার, মো. ইয়াসিন, শফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, বকুল ইমাম, রফিকুল ইসলাম রতন, আর.আই তরফদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর