‘রাজনীতিতে মহাজোটের নেতৃত্বে  নতুন মেরুকরণ হবে’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 04:32:05

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির মহাজোট আরো সম্প্রসারিত হবে। মহাজোটের নেতৃত্বে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে। তাই মহাজোটের নির্ধারিত মার্কায় দেশবাসীকে ভোট দিতে আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার পবিপ্রবি চত্বরে এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহমেদ হাওলাদার এর সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন মানিক, খায়রুল আলম মামুন, মোঃ জাফর উল্লাহ, জাকির মাহমুদ সেলিম।

রুহুল আমিন হাওলাদার আরো বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠ্ হবে। জীবনের শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবো। আগামী নির্বাচনে জয়ী হয়ে দক্ষিণাঞ্চলের অসমাপ্ত সড়ক, ব্রীজ, কালভার্ট ও বিদ্যুতায়নের কাজ সমাপ্ত  করব।

সন্ত্রাস, দুর্নীতিমুক্ত শান্তিময় নতুন বাংলাদেশ গড়তে ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর