আ.লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠন

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 22:51:36

দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রাথমিক বৈঠক ১০ অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করে ইশতেহার প্রণয়ন কমিটিতে প্রাথমিকভাবে ১২জন আছেন। এর পরিধি বাড়তে পারেন বলেও জানা গেছে।

কমিটির অন্য সদস্যেদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান, হোসেন তওফিক ইমাম (এইচ টি ইমাম), ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ বিষয়ে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বার্তা২৪.কমকে বলেন, ইশতেহার প্রণয়ন কমিটির প্রাথমিক অনুষ্ঠিত বৈঠক হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর