তারেক রহমানের পদত্যাগের প্রশ্নই আসে না: মওদুদ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:52:47

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগ করা না করা সম্পূর্ণ দলের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, রায়ের ওপর ভিত্তি করে কারোও কথায় দলের পদ থেকে তারেক রহমানের পদত্যাগের প্রশ্নই আসে না।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, রাজনৈতিক ফায়দা নেয়ার কারণেই ২১ অগাস্ট হামলা মামলায় তারেক রহমানের নাম জড়িয়ে এ রায় দেয়া হয়েছে।

তিনি বলেন, রায়কে কেন্দ্র করে জাতীয় ঐক্যের আন্দোলন থেমে থাকবে না। জাতীয় ঐক্যের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। যত কথায় বলুক না কেন বিএনপির সঙ্গে সরকার আলোচনায় আসতে বাধ্য হবে।

মওদুদ আহমদ বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। অব্যাহতভাবে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করার পরিকল্পনা করেই চলছে। বিরোধী দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীরা যাতে স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে না পারে সেকারণেই ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে সাত দিনের মধ্যে এ আইন বাতিল করা হবে।

এ সম্পর্কিত আরও খবর