`ঐক্যের নামে নাটক মঞ্চস্থ হচ্ছে’: এলডিপি

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 18:21:02

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়ার নামে বিভিন্ন রকমের নাটক মঞ্চস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতারা। 

এলডিপির সভাপতি কর্ণেল অলি আহমেদ বলেন, ‘অনেকে নানারকম বক্তব্য রাখছেন, যার কোনো ভিত্তি নেই, ভারসাম্য নেই। যাদের কাছে দুজন প্রার্থী নেই তারাও ১৫০টি আসন চায়। এভাবে রাজনীতি হয়না। এগুলো ভাগবাটোয়ারার রাজনীতি। ভাগবাটোয়ারার রাজনীতি দিয়ে হবে না।’

শনিবার (১৩ অক্টোবর) বিকালে এলডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্ণেল অলি বলেন, ‘মন্ত্রী থাকা অবস্থায় দেখেছি যাদের বিএনপি’র সমর্থক, তারা বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আগামী দিনেও যে এটা হবে না তা বলা যায় না। বিএনপির সঙ্গে ঐক্যজোটে আছি।’

‘প্রথম থেকেই বলে আসছিলাম যে সময় খুবই কম, কাজটি খুবই কঠিন। কম সময়ে ভাগবাটোয়ারার কঠিন কাজটা কীভাবে হবে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে চরিত্র, সেটা দেখে সন্দেহ হয়েছিল তাই জাতির সামনে পরিষ্কারভাবে উল্লেখ করেছি। সেদিন অনেকেই মনক্ষুণ্ন হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন।’

এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘ঐক্য প্রক্রিয়ার নামে বিভিন্ন রকমের নাটক চলছে। বিএনপির মতো বড় রাজনৈতিক দল আজকে ঐক্যের নামে যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলের কাছে নিজের আত্মসম্মান বিক্রি করে দৌঁড়ঝাঁপ করছে, বিষয়টিকে সহজভাবে নিতে পারছি না। আমরা অত্যন্ত ব্যথিত।’

তিনি বলেন, 'বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে অন্যদের কথা শুনছে, হুমকি ধামকি শুনছে, আসন বণ্টনের ব্যাপারে বিভিন্ন দলগুলো দাবি জানাচ্ছে, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের প্রক্রিয়া অব্যাহত থাকলে বাংলাদেশে গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’

বিএনপিকে সতর্ক বার্তা জানিয়ে তিনি বলেন, ‘এখনও সময় আছে সঠিক ও যোগ্য নেতৃত্বকে চিহ্নিত করতে পারলে, অভিজ্ঞ নেতা খুঁজে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে তাহলেই জাতীয়তাবাদী শক্তি ঘুরে দাঁড়াতে পারবে। অন্যথায় জাতীয়তাবাদী শক্তি বিলিন হয়ে যাবে, জিম্মি হয়ে যাবে, জাতীয় ঐক্য বিলুপ্ত হয়ে যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল গণি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর